ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় নীলক্ষেত ও নিউমার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এসময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে পেট্রল বোমা ও গুলি ছুঁড়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার রাত ১০টায় এই সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে। এ ঘটনায় কতজন আহত হয়েছেন তাত্ক্ষণিকভাবে তা জানা যায়নি।জানা গেছে, আজ রাতে নীলক্ষেতের একটি হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের বেশ কিছু ছাত্র রাতের খাবার খেতে যান। সেখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও রাতের খাবার খাচ্ছিলেন। সেখানে খাবার নিয়ে ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে এফ রহমান হলের ছাত্রদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঢাকা কলেজের ছাত্ররা এফ রহমান হলের ছাত্রদের মারধর করে তাঁদেরকে ধাওয়া করে এফ রহমান হলের সামনে নিয়ে যায়। এসময় ওই হল থেকে ছাত্ররা বের হয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের...