Tuesday, March 13, 2012

Fighting between DC and DU

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় নীলক্ষেত ও নিউমার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এসময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে পেট্রল বোমা ও গুলি ছুঁড়েছে বলে জানা গেছে। 
আজ মঙ্গলবার রাত ১০টায় এই সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে। এ ঘটনায় কতজন আহত হয়েছেন তাত্ক্ষণিকভাবে তা জানা যায়নি।
জানা গেছে, আজ রাতে নীলক্ষেতের একটি হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের বেশ কিছু ছাত্র রাতের খাবার খেতে যান। সেখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও রাতের খাবার খাচ্ছিলেন। সেখানে খাবার নিয়ে ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে এফ রহমান হলের ছাত্রদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঢাকা কলেজের ছাত্ররা এফ রহমান হলের ছাত্রদের মারধর করে তাঁদেরকে ধাওয়া করে এফ রহমান হলের সামনে নিয়ে যায়। এসময় ওই হল থেকে ছাত্ররা বের হয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের পাল্টা ধাওয়া দেয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হল থেকে শত শত শিক্ষার্থী লাঠিসোটা হাতে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছে। অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেটের সামনে অবস্থান নিয়েছে।
সংঘর্ষ এতোক্ষণ ধরে চললেও কোথাও কোনো পুলিশ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য ঘটনাস্থলে আসেনি।
এদিকে এ ঘটনার সঙ্গে সঙ্গে সড়কের বাতি বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে প্রত্যক্ষদর্শীরা।

0 Feedback's:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Free Samples By Mail