ডাঃ জাকির নায়েকঃসহীহ বুখারীর ৭নং খন্ডের পোশাক অধ্যায়ের ৬৭৮ নং হাদীসে বলা হয়েছে, আমাদের নবীজী (সা) বলেছেন যে, পুরুষদের প্যান্টের যে অংশ গোড়ালির নিচে ঝুলানো থাকে, সে অংশটা দোযখে যাবে। এছাড়া একই গ্রন্থের ৫ নং অধ্যায়ের ৬৭৯-৬৮৩ পর্যন্ত হাদীসগুলোতে উল্লেখ করা হয়েছে যে, যে ব্যক্তি বেপরোয়াভাবে চলাফেরা করে, যার প্যান্ট টাখনুর নিচে মাটিতে ঝুলানো থাকে আল্লাহ্ তাকে অভিশাপ দেবেন।সুতরাং আমাদের নবী করীম (সা) এর কথা অনুযায়ী গোড়ালির নিচে যায় এমন প্যান্ট পরা যাবে না। এবং হাদিস অনুযায়ী আমাদেরকে শুধু নামাজের সময় নয় বরং সব সময়ই এটি মেনে চলা ফরজ।
Dr....